মোঃ কামরুল হাসান, কক্সবাজার
বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে কক্সবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করেছে। এ উপলক্ষে আজ ২৬ মার্চ কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কক্সবাজার জেলার সভানেত্রী জনাব আয়শা সিদ্দিকা।
শ্রদ্ধা নিবেদনকালে পুনাকের সহ-সভানেত্রীসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
মহান স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ দিনে, জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুনাক, কক্সবাজার দেশ ও জনগণের সেবায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।