মোঃ মাসুম বিল্লাহ, প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন পরিষদে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৫ মার্চ) জেলা প্রশাসক নায়িরুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম অনিশ্চয়তায় পড়ায় এবং পরিষদের কার্যক্রমে সৃষ্ট জটিলতা নিরসন করে জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পরিষদের ১০ জন সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। পরে তারা সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনও করেন।
এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং সুশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।