রিপন মিয়া সরকার প্রতিনিধি ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, দীর্ঘ ৩৬ বছর পর প্রেস ক্লাব আয়োজিত এই প্রথম ইফতার ও দোয়া
মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোল্লা মোঃ নাসির উদ্দিন। উক্ত ইফতার পার্টিতে প্রদান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালের কর্ণধার মোশারফ হোসেন রিপন।
উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মোল্লা মো: নাছির উদ্দিন, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, আরও উপস্থিত ছিলেন উক্ত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ শামীম শিবলী, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সম্মানিত সকল সাংবাদিক সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সম্মানিত সহ-সভাপতি ফয়সল আহমেদ খান । উপস্থিত ছিলেন, সহ- সভাপতি মো: আলমগীর হোসেন,সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত আরও উপস্থিত ছিলেন,
সেলিম রেজা, সফিকুল ইসলাম,মাহবুবুর রহমান বাবু, মীর মোশারফ হোসেন,জহিরুল হক, সোহাইল আহমেদ,রিপন সরকার,নবাব আগা শামীম, সুমন চক্রবর্তী, দিলীপ কুমার, সাদ্দাম হোসেন, মো: আলাউদ্দিন সাদী, প্রমুখ।
উক্ত প্রেস ক্লাবের ইফতার দোয়া মাহফিলে সাংবাদিক বিন্দুদের মিলনমেলা গঠিত হয় এবং বাঞ্ছারামপুর উপজেলার সাংবাদিকদের সাথে নিয়ে বক্তারা বলেন, বাঞ্ছারামপুর সহ সমস্ত বাংলাদেশে কলম সৈনিকের কলম দাঁড়ায় সঠিক লিখনীয় সত্য প্রকাশ সত্যের সন্ধানে সর্বদায় সাংবাদিক বিন্দু থাকবে সত্য প্রকাশে এক বৃন্দু ছার দিবে না । তাদের সত্যের মাধ্যমে এ সমাজের জনগণ জানতে পারবে সঠিক তথ্য। সাংবাদিকতা পেশা হচ্ছে জাতীর চতুর্থ স্তম্ভ।
এ মহান পেশায় থেকে প্রত্যেক সাংবাদিক সত্য ঘটনা তুলে ধরার জন্য নির্ভীক ভূমিকা পালন করবে। গরিব অসহায় মানুষের সঠিক বিচার সঠিক মর্যাদা ফিরিয়ে আনার জন্য নির্দ্বিগ্নে কাজ করে যাবে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।