মিলন বৈদ্য শুভ,চট্রগ্রাম
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন এই শ্লোগানকে লালন ও পালন করে মানবিক সংগঠন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে নগরের বাহার কনভেনশন হলে ২৬ মা্র্চ ৪ ঘটিকার সময় ফোরাম সভাপতি জিএম মাহবুব হোসেনের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড.লায়ন সানাউল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব আকতার উদ্দিন রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহার কনভেনশন হলের স্বত্বাধিকারী আবদুল্লাহ বাহার, পিডিবির উপ-পরিচালক আলতাফ হোসেন, ব্যবসায়ী আবু তাহের চৌধুরী, মোহাম্মদ লোকমান মিয়া, রাউজান প্রেস ক্লাবের সহসভাপতি সাহেদুর রহমান মোর্শেদ , মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী।
বক্তব্য রাখেন ফোরামের জসীমউদ্দিন মিটুন, সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, কাজী মাদল, রোকসানা আক্তার, মাহমুদা জামান নিশি ও সাংবাদিক সঞ্জয় বড়ুয়া মুন্না ।
বক্তারা বলেন মানবাধিকার ফোরামের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে সমাজ এবং দেশ থেকে অসহায় ও দরিদ্র মানুষের কিছুটা কষ্ট লাঘব হবে ।
তারা আরো বলেন মানবাধিকার ফোরামের মাধ্যমে এ পর্যন্ত সহযোগিতা পেয়েছে সহযোগিতা পেয়েছে সুবিধা বঞ্চিত মানুষ
তাই সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য বক্তারা সকলের প্রতি আহবান জানান।