1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

নিউক্লিয়াস এনসিপি সারজিস সমন্বয়কে কিছু ইতিহাস। 

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার।

সার্জিস আলমের দাদা বাড়ীর গেট এইটা। তার দাদার নাম তরিজ উদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন। তার দাদার গৃহস্থ বাড়ীটা ১ বিঘা জমির উপর তৈরী করা। টাইলস দিয়ে বাঁধানো গেট আর ১ তালা ইটের বাড়ি। টিনশেড ছাদের ৩ টা ঘরে ৬ টা রুম, মাঝে উঠোন, ১ টা বাথরুম।

সার্জিসের দাদার কৃষি জমি আছে ৩-৪ বিঘার মতন। পঞ্চগড়ের বর্ডার এলাকার জমি হিসেবে আনুমানিক সর্বমোট ১৫ লাখ টাকার সম্পত্তি আছে। যা দিয়ে এমপি ইলেকশনটা করা হয়েই যেতো।

কিন্তু বাধা হচ্ছে সার্জিসের ৩ টা চাচা ও ৩ টা ফুফু আছে। সেই হিসেবে সার্জিসের বাবা আকতারুজ্জামান সাজু সব মিলিয়ে ভাগে পাবেন ১ বিঘা সম্পত্তি, যার মূল্য হবে ৩ লাখ টাকা। সার্জিসের বাবা পেশায় একজন ব্যবসায়ী, আটওয়ারী উপজেলার বামনকুমার গ্রামে ধান-ফসল কিনে মজুত করে হাটে বিক্রি করে।

নিম্নমধ্যবিত্ত পরিবার দিনে আনে দিনে খায় গোছের আলাদা ব্যাংক ব্যালেন্স নাই।

এদিকে আবার সার্জিসের ছোট ভাই আছে একজন। তাহলে সার্জিস আলমের ভাগে বাপ-দাদার পৈতৃক সম্পত্তি গিয়ে দাঁড়ালো আধ বিঘা। যার বর্তমান মূল্য দেড় লাখ টাকা, তবে সার্জিস তার একদিনের গাড়ি শোডাউনে ৫০ টা গাড়ির ভাড়াই দিছে ৩ লাখ টাকা।

তবে যেহেতু সার্জিসের আত্মীয়স্বজন সবাই তাকে নির্বাচন করতে গাড়ি ও টাকা দিবে তাই বলা যায়, আধ বিঘা দাদার সম্পত্তির জোর নিয়েও এমপি ইলেকশন করতে পারবে।

তবে দুঃখ একটাই, সার্জিসের দাদা বাড়ির ঠিক পিছনের বাড়িতে থাকা প্রতিবেশীরা সার্জিসদের বংশের পদবী বলতে পারছে না। একজন হলে মেনে নিতাম, তাই বলে কেউ বলতে পারবে না? এমনকি ৬০ বছর বয়সী বৃদ্ধা এই বংশের নাম জানে না।

দাদার নামের শেষে উদ্দিন, বাবার নামের শেষে সাজু, আর সার্জিসের নামের শেষে আলম। এখন অব্দি এই বংশের পদবী অজানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট