হুমায়ুন কবির,নান্দাইল উপজেলা প্রতিনিধি।
২৬ শে মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে ও জাতীয়তাবাদী দল, বি এনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গণ মানুষের নেতা ব্রিগে. জেনারেল অব: ড. শামসুল ইসলাম সূর্য সাহেব,সেই সাথে উপস্থিত ছিলেন নান্দাইলের জননন্দিত জননেতা সাবেক সফল পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দেখা গেছে উক্ত ইফতার অনুষ্ঠানে প্রায় ১৫০০ থেকে ২০০০ মানুষের সমাহার।অনুষ্ঠানের লোক সমাহার বলে অনেক সুন্দর ভাবে প্রতিপালিত হয়েছে এবং সূর্য সাহেব কে পেয়ে নান্দাইল বাসি খুবই গর্বিত। তারা আরও বলেন আগামী নান্দাইল পরিচালনা করবে সূর্য সাহেব।দল বল নির্বিশেষে সবাই ঐক্য ও দলবদ্ধভাবে থাকবেন সেই নেতার পাশে।
পরিশেষে, জনগন বলেন আমরা চাই শান্তি প্রিয় একটি নান্দাইল। যা হতে পারে একমাত্র ব্রিগেডিয়ার জেনারেল অব: ড. শামসুল ইসলাম সূর্য সাহেব কে ঘিরে-এই বিশ্বাস আমরা সাধারণ জনগণের।