আদিলুর রহমান স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে আজ সোমবার পবিত্র মাহে রমজানে ঈদুল ফিতরের সর্বশেষ প্রধান হাট বাজার গফরগাঁও সালটিয়া বাজারে বিভিন্ন সড়কে সর্বনাশা ভয়াবহ যানজট দেখা দেয়ার জরুরী ভিত্তিতে জামায়াতে নেতা ও ছাত্র শিবিরের কর্মীদেরকে ট্রাফিক হিসেবে বিভিন্ন সড়কে দায়িত্ব দেয়া হয়েছে ।
ফলে জামতলা মোড় ,রেলস্টেশন , নতুন বাজার পালকি ষ্ট্যান ,গফরগাঁও পাট মহল চৌরাস্তা মোড় ও গফরগাঁও গরু হাটাসহ বিভিন্ন সড়কে আপাতত জনসাধারনের সুবির্ধাথে এ ব্যবস্থা নেয়া হয়েছে । বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার আমীর মাওলানা ইসমাঈল সোহেল দৈনিক ইনকিলাব এর স্টাফ রির্পোটারকে জানান , আমি গত প্রায় একমাস যাবত দেখে আসছি যে , বিভিন্ন প্রধান প্রধান সড়কে যানজট লেগেই থাকে । এসব চিন্তা করে আামি আমাদের দলীয় কর্মী/নেতাদেরকে দিয়ে ট্রাফিকের ভুমিকা দায়িত্ব দিয়েছি । সকাল হতে রাত পর্যন্ত তারা সুন্দর ও সুচারুপে দায়িত্ব পালন করবে । ময়মনসিংহের মধ্যে গফরগাঁও উপজেলার বিশাল এলাক্ া। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে । এদিকে গফরগাঁও বাজারে আসা শিলাসী গ্রামের ( হুরমত উল্লাহ কলেজের অবঃ শিক্ষক ) মোঃ নুরুল ইসলাম জানান , এ ধরনের উদ্যোগ অত্যন্ত ভাল ।
ঈদ সামনে কেন্দ্র করে গফরগাঁও বাজারে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এসে ঈদের বাজার করতে আসে । ভয়াবহ সর্বনাশা যানজটের কারনে রাস্তাঘাটে চলাফেরা করা যায় না । বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলছে । কাপড় কিনতে মিসেস তাহমিনা জানান , যানজটের কারনে গফরগাঁও বাজারে যাওয়া যাচ্ছে না । গত বছর ঈদের আগেই বিভিন্ন সড়কে দেখা গেছে , পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করেছিল । এ বারে তা লক্ষ্য করা যায়নি । আজকে বিভিন্ন সড়কে ট্রাফিকের ভুমিকা জামায়াতের লোকজন দেখে ভালই দেখা যাচ্ছে । পবিত্র ঈদুল ফিতরের আর ৭/৮দিন বাকী থাকলেও প্রতিনিয়তই বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা বেড়েই চলছে । বিভিন্ন হরেক রকম দোকানে বেচা / কেনা ধুম পড়েছে । তিল ধারনের জায়গা নেই । ভয়াবহ ভীর পরিলক্ষিত হচ্ছে ।