মোঃ সুজন আহম্মেদ স্টাফ রিপোর্টার
হান্ডিয়াল চাটমোহর হাঁসুপুর বড় বেলাই রাস্তার কাজের জন্য মাটি দেওয়ার কথা বলে অবাধে বিক্রি করা হচ্ছে মাটি এবং বালু রাতে দিনে ভেকু এবং ডাম ট্রাক দিয়ে বেআইনি ভাবে।
ঐ নদীর মাটি এবং বালু কাটার সাথে জড়িত ৭ ওয়ার্ডের মেম্বার নাম ১/মোঃ জালাল উদ্দিন হাঁসুপুর ২/মোঃ সেলিম সাংবাদিক বড় বেলাই,৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ৩/রিপন খন্দকার হান্ডিয়াল।
এই নিয়ে জনসাধারণের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে,এই নিয়ে যে কোন মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে।
তাই পরিপূর্ণভাবে পর্যবেক্ষণ করে দ্রুত তদন্ত করে অবৈধ ভাবে মাটি এবং বালু না কাটতে পারে সে কারণে ভূমি দস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি সকল আইন-শৃঙ্খলা বাহিনীদের কে দৃষ্টি আকর্ষণ করছি জনস্বার্থে।
যেন ঐ নদীর মাটি এবং বালু বিক্রি না করতে পারে,এ কারণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি দ্রুত।এ-ঘটনা ঘটেছে হাঁসুপুর,বড় বেলাই দুই গ্রামের মধ্যে ।ইউনিয়ন হান্ডিয়াল চাটমোহর পাবনা।
এসিলেড মহোদয়ের সুদৃষ্টি দেওয়ার জন্য হাঁসুপুর বড় বেলাই জনসাধারণের পক্ষ এলাকাবাসী আবেদন জানিয়েছেন হান্ডিয়াল চাটমোহর পাবনা