জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর প্রতিনিধি।
গত ৩১ ডিসেম্বর মাদারীপুর শিবচর বিআরবি কেবল’স এর গোডাউনের গভীর রাতে প্রবেশ করে কয়েক ডাকাত, এসময় গোডাউনের নৈশ প্রহরীকে বেঁধে মারধর করে ৪২ লাখ টাকার বৈদ্যুতিক তার লুট করেন ডাকাত চক্র।এঘটনায় শিবচর থানায় একটি মামলা করা হলে আজ রিপন খান নামে ১ ডাকাত সদস্য কে আটক করেন শিবচর পুলিশ।ডাকাতি ঘটনার একটি সিসি ফুটেজ তৎকালীন সময়ে প্রচার করা হয়।সিসি ফুটেজ দেখে সনাক্ত করা হয় এই ডাকাত সদস্যদের।
আটক ডাকাত সদস্য রিপনের বাড়ি বরগুনা জেলার হরিদ্রাবাড়িয়ায়। রিপনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রিপনসহ অন্যান্য আরও ৪ জন আসামী এই ডাকাতির ঘটনায় জড়িত।
তারা হলেন বরগুনা জেলার লিমন ফরাজী(২৬), শরীয়তপুর জেলার পালং থানার রাজিব রাজু মিয়া, পাবনা জেলার সাথিয়া উপজেলার আকাশ প্রধান এবং বশির।