1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

লবনের মাঠ দখলে নিতে প্রকাশ্যে গোলাগুলি: আহত ১৫, ২ জন গুরুত্বর

মো: কামরুল হাসান, কক্সবাজার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মো: কামরুল হাসান, কক্সবাজার

কক্সবাজার পেকুয়ায় লবণের মাঠ দখলে নিতে বসতবাড়িতে হামলার সময় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুপালি বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা আরো জানান, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতরা হলেন, মিনা আক্তার (৪৫), আমজাদ হোসেন (২২), আহমদ হোছাইন (৭৭), আবুল কালাম (৭৫), জেসমিম আক্তার (৩২), রিনা আক্তার( ৩০), বেলাল উদ্দিন (৩০), সরওয়ার (৩২) হামিদা বেগম(৩০), বুলু আক্তার(৩৫) আফরোজা বেগম(১৮), কাশেফা (১৮), ১৩. তৌহিদ (৩৪)৷

গুলিবিদ্ধ আলমগীর ও আমজাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান স্বজনরা।

স্থানীয়রা জানান, উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজার এলাকার মিজানুর রহমান গং ও মালেকপাড়া এলাকার ফরহাদ গংদের সঙ্গে লবণ চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপক্ষের মধ্যে এ নিয়ে মামলা মোকদ্দমাও চলছে। সোমবার সকালে ফরহাদ গংদের চাষি আলমগীর লবণ চাষাবাদের জন্য জমিতে গেলে মিজানুর রহমান গংয়ের লোকজন তার ওপর হামলা করে। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে জমির মালিক দাবিদার নুরুন্নবীদের বাড়িঘরে হামলার একটি ভিডিও চিত্র দেখা যায়। সেখানে গুলি ছুড়তে দেখা গেছে।

এ সময় প্রায় ১০ রাউন্ড ছররা গুলি বর্ষণ করা হয়। আহতরা অধিকাংশ ছররা গুলিবিদ্ধ ও ধারাল কিরিচের আঘাতে গুরুতর আহত বলে জানান আহত বেলাল উদ্দিনের স্ত্রী। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট