বিশেষ প্রতিবেদন
রাজশাহীর, বাগমারা থানার, ৬ নং শ্রীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইসমাইলপুর দাখিল মাদ্রাসায় এডোক কমিটি সভাপতি নির্বাচিত করেন, সাবেক সিনিয়র সভাপতি আকবর হোসেন মল্লিককে, সে সূত্রে জানা যায় শ্রীপুর ইউনিয়নের নেতাকর্মী মানে না আরো বলেছেন ফেসবুকে কমেন্টে সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক ,এই গোপন কমিটিশ্রীপর ইউনিয়ন বাসী কেউ মানিনা প্রকাশ্যে কমিটি করা হোক এই ইউনিয়নে আকবর শুধু একাই নেতা না আরও অনেক যোগ্য নেতা আছে আমরা বিএনপি করার কারনে জেল জুলুম সইবো আর উনি ঘরে বসে সব কিছু হাতিয়ে নিবে ঐসুযোগ সন্ধানি নেতার পিছনে আমরা নেই এই মাদ্রাসা কমিটি অবিলম্বে ভেঙে দেওয়া হোক