জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর ষ্ট্যান্ডের বিকাশ ব্যবসায়ী শাহিন আকন।সামিরা টেলিকম নামে একটি দোকান পরিচালনা করে আসছিলেন।রবিবার ২৩ মার্চ বেলা ১২ টার সময় দোকান বন্ধ করে ব্যবসার ২৫ লক্ষ টাকা নিয়ে শিবচর ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে একটা অটো গাড়িতে উঠে,আগে থেকেই ওই অটোতে যাত্রী বেসে ৩ জন যুবক বসা ছিল।
কিছু দূর যাওয়ার পর নার্সিং ইনস্টিটিউট পার হয়ে রাস্তায় ফাঁকা জায়গায় যাত্রী নামার কথা বলে গাড়ী থামায়,সে খানেই অপেক্ষা করতে ছিল ওদের আরো ২ সদস্য মটর সাইকেল নিয়ে।মূহুর্তেই ৫জন এক হয়ে মটর সাইকেল নিয়ে অপেক্ষা রত ২ জন প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে দুই দিক থেকে মাথায় দুটি পিস্তল ঠেকিয়ে বাকী ৩জন ছুরি ঠেকিয়ে ফিল্মি স্টাইলে ব্যাগে থাকা ২৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।