হুমায়ুন কবির/নান্দাইল উপজেলা প্রতিনিধি।
১৫৪, ময়মনসিংহ ০৯ নান্দাইল আসনের আগামীর ধানের শীষের কান্ডারি সাবেক সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক আমাদের বৃহত্তর ময়মনসিংহ তথা নান্দাইল বাসীর গর্ব মাটি ও গণ মানুষের নেতা ব্রিগে. জেনারেল অব: ড. শামস (সূর্য) ভাই ও নান্দাইল পৌর বিএনপি”র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নান্দাইল পৌরসভার সাবেক সফল জনতার মেয়র জনাব এ এফ এম,আজিজুল ইসলাম পিকুল ভাইয়ের পক্ষ থেকে নান্দাইল উপজেলার সর্বস্তরের জনগণকে জানানো হল ২৬ই মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ জিন্দাবাদ ✊🌾