সাকিল আল ফারুকী
রাজধানীর তুরাগের ডিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে সাভার থানার হত্যা মামলার আসামি আনিছ দেওয়ান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী আনিছ দেওয়ান আশুলিয়া থানা এলাকার শামসুদ্দিন দেওয়ানের ছেলে।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহাত খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, যাচাই-বাছাই চলছে। গ্রেফতারকৃত আনিছ আশুলিয়া থানার হত্যা মামলার অন্যতম আসামি। তার নামে একাধিক মামলা রয়েছে।
এদিকে তুরাগ থানার ইন্সপেক্টর তদন্ত নুরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামি গ্রেফতার করা হয়েছে তার বিষয়ে এপর্যন্ত দুইটি মামলার সন্ধান পাওয়া গেছে, সাভার থানায় একটি হত্যা মামলা এবং একটি পারিবারিক মামলা। এই মুহূর্তে সার্ভারে ঠিকমতো কাজ করছে না তাই সকল তথ্য জানানো সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য যে আসামী মোঃ আনিছ দেওয়ান, আশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে সাভার থানায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নাম্বার ১৯২/১/০৩/০৯/২৪। তার স্থায়ী ঠিকানা আশুলিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড, রুস্তমপুর গ্রামের বাসিন্দা।