নীলফামারী প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়ন ও জেলাবাসী সহ দেশ-বিদেশে বসবাসরত মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন তরুণ উদীয়মান যুবনেতা জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মমিনুর রহমান সাদ্দাম।এক
শুভেচ্ছা বানীতে ঝুনাগাছচাপানী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মমিনুর রহমান সাদ্দাম বলেন,আর মাত্র হাতেগোনা কয়েক দিন বাকী। সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক প্রায় শেষ । আর মাত্র কয়েক দিন পর বিশ্ব মুসলিম এর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আনন্দ -উল্লাস, সুখ-শান্তি আর অনাবিল সমৃদ্ধি। সবার জীবনে অটুট হউক ভ্রাত্বেত্যবোধ ও আত্মীয়তার বন্ধন। এই আমার কামনা। ঝুনাগাছচাপানীর সর্বস্তরের জনসাধারণ সহ বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
তিনি আরও বলেন, মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি গরিবকে ফিতরা, দান, খয়রাত, যাকাত প্রদানের মাধ্যমে সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার আহবান রইলো। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।