মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।
মানিকগঞ্জ।মানিকগঞ্জে তালিকাভুক্ত ১৫ টি অবৈধ ইটভাটায় গুঁড়িয়ে দেওয়ার অভিযান না হলে ও, সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে তালিকাভুক্ত বৈধ ইটভাটা মেসার্স রাফসান ব্রিক্স ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তর।
আজ (২৩ শে মার্চ ২০২৫ ) রবিবার সকাল ১১ টা হইতে ঘন্টা ব্যাপী অবৈধ তালিকাভুক্ত ১৫টি ইটভাটায় অভিযান না করে, তালিকাভুক্ত বৈধ ইটভাটায় অভিযানের বিষয়ে জানতে চাইলে, স্কুলের দূরত্বের কারণ দর্শিয়ে উপদেষ্টা নির্দেশে, কোন ধরনের নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করে ইটভাটা রাফসান রিক্স ভেকু দিয়ে গুড়িয়ে দেন।পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সদর দপ্তরের নির্দেশে অভিযান হচ্ছে বলে জানান। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ইটভাটার অভিযানের এক্তিয়ার পরিবেশ অধিদপ্তরের, তবে তালিকাভুক্ত অবৈধ ইটভাটায় অভিযান না করে, বৈধ ইটভাটায় অভিযান করতে চাইলে, জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিলে, অভিযোগ টি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।