সৈয়দপুর প্রতিনিধি ইবনে আলী সরকার
আজ থেকে এক বছর ধরে এই প্রবাসী প্রায় ছয় লক্ষ টাকা দিয়েছেন কানাডা যাওয়ার জন্য কিন্তু ওই প্রবাসী জানে না সে একজন চিটার বাটপারের পাল্লায় পড়েছেন। সবশেষ প্রবাসী হাল ছাড়ে নাই এই থাই ভিসা প্রতারকের নাম ঠিকানা বাহির করেছেন তাহার বাড়ি ৫নং খাতামধুপুর টেপাদাহ গ্রামের বাসিন্দা তাহার নাম মোঃ মফিজুল ইসলাম কাল্টু পিতা মোঃ নুর উদ্দিন মাতাঃ মোছাঃ মনোয়ারা বেগম ওনি প্রবাসী আব্দুল হামিদ আমাদের জানায় মফিজুল ইসলাম কাল্টু ও তার স্ত্রী লুনা আক্তার স্বামী স্ত্রী মিলে আমার সাথে প্রতারণা করেছেন আমি ওই মেম্বার সহ ইউনিয়ন চেয়ারম্যান সহ ব্যাপাটা জানাই কিন্তু কোন কিছু রেজাল্ট পাইনি অবশেষে নীলফামারী দৈনিক ক্রাইম তালাশের অনুসন্ধান পাই বর্তমান আমি মালয়েশিয়া থাকি দেশে আসলে আমি আমি কাল্টু নামে মামলা করবো এই বিকাশ নম্বর গুলোর মধ্যে টাকা নিছে ০১৬০০-২২৩২৬১
০১৮১৮-১০২৬৫২
আমার নাম মোঃ আব্দুল হামিদ( ৩৪) পিতা মৃত আব্দুল জলিল গ্রাম রমানিয়া থানা জেলা কক্সবাজার আমি এই থাই ভিসা প্রতারক মফিজুল ইসলাম কাল্টু বিচার চাই এবং আমার ছয় লক্ষ টাকা ফেরত চাই। আমার কাছে সকল ডকুমেন্টস আছে সময় হলো সকল ডকুমেন্টস কোডটে নিয়ে আসবো।