মোঃ সালাউদ্দীন মুন্না, হাটহাজারী
(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারীতে গুমানমর্দন ইউনিয়ন ১নং ওয়ার্ড নাঙ্গলমোড়া রোড, ডাকাতি পুল সংলগ্ন গুমানমর্দ্দন বিলে কৃষকের কৃষি জমিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ আবুল কালাম প্রতিবেদককে জানান, রাতের অন্ধকারে গোপনে কৃষি জমির সেচ ব্যবস্থার খালের পাড় থেকে মাটি কেটে নিচ্ছে দুবৃত্তরা। মাটির কাটার স্কেভারেটর ও গাড়ী চলাচল করছে তাদের জমির উপর। প্রায় ২৫-৩০ টি মিষ্টি কুমড়া ও ১০ টি মতো পেপে নষ্ট হয় এবং কে বা কারা চুরি করে নিয়ে যায়।