মোঃরাছেল বরিশাল
আগৈলঝাড়া প্রতিনিধি,,, বরিশালের উজিরপুর উপজেলার নয়াকান্দি গ্রামে একটি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। হয়রানির শিকার পরিবারের সদস্যরা জানান সিরিয়া খানম (১৯) বছর বয়সী এক গৃহবধূ বাড়ির পাশে জমি ক্রয় করিতে চাইলে ভুক্তভোগী তোতা খান জমি বিক্রি করিতে অস্বীকৃতি জানালে পাঁচটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিতেছে। ভুক্তভোগী তোতা খান জানান সিরিয়া খানমের একাধিক বিয়ের খবর পাওয়া যায়। সিরিয়া খানমের নৈতিক চরিত্র ভালো না থাকায় একাধিক বিয়ে টেকেনি। এলাকাবাসী জানায় নয়াকান্দি গ্রামের তোতা খানের পুত্র সোহেল খান, জুয়েল খান ,সোহাগ খান ,সাহেব আলী খানের পুত্র তোতা খান ,সোহাগ খানের স্ত্রী লিপি খানম ,জুয়েল খানের স্ত্রী তামান্না খানম এদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দিয়ে হয়রানি করিতেছে। ভুক্তভোগী তোতা খান প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন।