1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

বাবার মন ও বেদনা 

লেখক আমিরুল ইসলাম জীবন 
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

লেখক আমিরুল ইসলাম জীবন 

আমার পকেট শুন্য এখন, তবু স্বপ্ন দেখি,

ছেলের মুখে হাসি ফোটে, সেই আশাতেই থাকি।

শার্ট, প্যান্ট, একজোড়া জুতা, চশমা, নতুন রঙিন গেঞ্জি,

কোথা থেকে পাবো টাকা, মনটা শুধু কাঁদে বেঞ্জি।

তবু বাবা বলে কথা, ভাবতে হয় যে আগে,

নিজের যত কষ্ট থাক, ছেলেকে তো লাগে।

সে হাসলে জগত হাসে, মনটা ভরে যায়,

তার চোখেতে খুশির আলো, বাবার বুকে ঠাঁই।

বউটাও যে চায় যে কিছু, স্বপ্ন তারও আছে,

আমার মতো সেও তো চায়, নতুন শাড়ি কাছে।

তবু বলি, “এইবার থাক, পরে দেবো ঠিক”,

তার চোখেতে স্বপ্ন ভাঙে, চুপটি থাকে নীরব দৃষ্টিক।

আল্লাহ যদি খুলে দিতো, কপাল আমার সুখের,

ছেলের মুখে হাসি ফুটতো, ফুরোত দুঃখের বুকের।

কেউ কি আসবে সাহায্য নিয়ে, জানি না তো কিছু,

তবু লড়বো, ছাড়বো না, করবো শক্ত পিছু।

এই জীবনের টানাপোড়েন, সবার সঙ্গী চির,

কেউ বোঝে, কেউ বোঝে না, কেউ হাসে নির্লজ্জ ভঙ্গি।

তবু বাবার মন তো এক, ছেলের জন্য দায়,

নিজের যতই শূন্যতা থাক, সে তো সব কিছুর মহাশয়।

কি দিয়ে কবনো বলো? মাথায় শুধু চিন্তা,

তবু জানি, জিতবো আমি, পারবো সুখ আনতে।

হয়তো একদিন আসবে সকাল, ছেলের সুখের দিন,

বউয়ের চোখের জল মুছবে, হাসবে খুশির বিন।

বাবা তো হয় না সবাই, বাবা মানেই ত্যাগ,

নিজের কষ্ট গিলে খেয়ে, সন্তানেরে দেয় ভাগ।

এই মন যেন অটুট থাকে, সব দুঃখের রাতেও,

জিতবে বাবা, হাসবে ছেলে, হোক সে শত আঁধারেও!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট