ঢাকা জেলা প্রতিনিধি:
খিলক্ষেত থানার বরুয়া এলাকায় ডিস ও নেট ব্যবসায়ী ছিলেন খাইরুল ইসলাম দেওয়ান। বিগত ১৭ বছর আগে জোর পূর্বক ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নেয়, আওয়ামীলীগ নেতা দেলোয়ার ও আনোয়ার।তারা ছিলেন তৎকালীন সাহারা খাতুন মন্ত্রীর সহযোগী আওয়ামীলীগ নেতা।বরুয়া এলাকায় মাদক সাপ্লাই, সন্ত্রাসী সকল কর্ম কান্ডের সাথে জড়িত ছিলেন।
বরুয়া এলাকায় তার ব্যবসা ছিল একমাত্র ডিস ও নেট ব্যবসায়ী । কিন্তু বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ মন্ত্রী সাহারা খাতুনের ছত্র ছায়ায় বিগত ১৭ বছর আগে এই আনোয়ার ও দেলোয়ারের ইশারায় নানা ধরনের অত্যাচার নির্যাতন করে এই বরুয়া এলাকার খাইরুল ইসলাম দেওয়ানের ডিস ও নেট অফিস জোর পূর্বক দখল করে নেয়।
বরুয়া এলাকার এই খাইরুল ইসলাম দেওয়ান কে বিগত ১৭ বছর আগে মিথ্যা মামলা দিয়ে ডিবির মাহবুব নানা ধরনের অত্যাচার নির্যাতন করেছে আনোয়ার ও দেলোয়ারের ইশারায়।এখন এলাকার জনগণের দাবি খাইরুল ইসলাম দেওয়ানকে আর তার ব্যবসা প্রতিষ্ঠান তাকে ফিরে দেওয়া হোক।
খাইরুল ইসলাম দেওয়ানের ও দাবি প্রশাসনের কাছে,তার ডিস,নেট ব্যবসা প্রতিষ্ঠান তাকে ফেরত দেওয়া হোক।