1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
এস এম আক্তার হোসেন মিলন নেছারাবাদ উপজেলা প্রতিনিধি দৈনিক প্রভাতী বাগেরহাট-৩ আসন কর্তনের প্রতিবাদে মোংলায় সর্বাত্মক হরতাল-অবরোধ কাল ‎দাবি না মানলে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি নেতৃবৃন্দের। এজিএম বাপ্পি ও তার মতো আড়ালের সাহসী যোদ্ধারা হারিয়ে যান পোস্টার-ব্যানারের ভিড়ে ভোলা বোরহানউদ্দিনে এসিল্যান্ড’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বৃষ্টিতে ভিজে মানববন্ধন করে এলাকাবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫। কুষ্টিয়া মিরপুর ১নং চিথলিয়া ইউনিয়ন শাখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বসানো হলো ২৩টি সিসিটিভি ক্যামেরা। জয়পুরহাট কালাই উদয়পুর স্টাফ রিপোর্টার ইব্রাহিম হোসেন

কালকিনিতে গলায় ফাঁস অবস্থায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ শিখা ওরফে সিমা বেগম-(২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

তবে ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে ভূক্তভোগী পরিবার দাবী করেছেন, এদিকে ওই নিহত গৃহবধুর স্বামীর পরিবার এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামে এ ঘটনা ঘটে, অপরদিকে ওই গৃহবধু নিহতের ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি,

পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর গ্রামের জাহাঙ্গীর বেপারীর মেয়ে শিখা ওরফে সিমা বেগমের সঙ্গে একই ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামের সেলিম হাওলাদারের ছেলে রায়হানের প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকেন এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সম্প্রতি বেশ কয়েকবার সালিশ মীমাংসার মাধ্যমে তাদের সমেস্যার সমাধান করে দেন কিন্তু হঠাৎ করে সকালে স্থানীয় লোকজন ওই গৃহবধুর লাশ তার স্বামীর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন, তবে ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে ভূক্তভোগী পরিবার দাবী করেছেন। এদিকে এই ঘটনার পর থেকে ওই নিহত গৃহবধুর স্বামী ও স্বামীর পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে।

নিহত গৃহবধুর বাবা জাহাঙ্গীর বেপারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়েকে তার স্বামী রায়হান হত্যা করেছে। আমরা তার নামে মামলা করবো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, রায়হান ও তার স্ত্রীকে বেশ কয়েকবার সালিশের মাধ্যমে মীমাংসা করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, নিহত গৃহবধু শিখা ওরফে সিমা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। মেডিকেল পরিক্ষার পরে যানা যাবে এটা হত্যা-নাকি আত্মহত্যা।

তবে ওই গৃহবধু নিহতের ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট