1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভা অনুষ্ঠিত বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন লেমুয়া ইউনিয়ন যুবলীগ নেতা শংকর শীলের বিরুদ্ধে অভিযোগ অসহায় পরিবারের পাশে জিসান ফাউন্ডেশন নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম পেলেন টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ পদক গজারিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশীয় পিস্তল-গুলি উদ্ধার,আটক ৮ জলঢাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প অবহিতকরণ শীর্ষক সেমিনার লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান অতিবৃষ্টিতে নওগাঁ নিয়ামতপুরের কৃষকগণ বোরো ধান কাটা নিয়ে বিপাকে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট রোভার স্কাউটদের হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষন কর্মসুচী অনুষ্ঠিত

বিএনপিতে পদ পেলেন আওয়ামীলীগ নেতা, খুশিতে খাশি কেটে ভুঁড়িভোজ

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও বিএনপির পদ পেয়েছেন এনামুল হাসান শিকদার নামে এক ব্যক্তি। এই আনন্দে তিনি তিনটি খাশি জবাই করে ভুঁড়িভোজের আয়োজন করেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার কালিশুরী ইউনিয়ন বিএনপির কমিটিতে।

জানা গেছে, এনামুল হাসান শিকদার ও তার পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার চাচাতো ভাই নেছার উদ্দিন শিকদার কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া, তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের ঘনিষ্ঠ আত্মীয়।

দীরঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থেকে এনামুল হাসানের বিরুদ্ধে স্থানীয়দের জমি দখল, সালিশ বানিজ্যসহ নানা অভিযোগ রয়েছে। কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লার জমি জোরপূর্বক দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন নেতা জানান, এনামুল হাসান শিকদার কখনো বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বরং, ২০১৬ সালের কালিশুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা মার্কার এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং দীর্ঘ ১৫ বছর ধরে তার সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্রচার প্রচারণা চালিয়েছেন।

এরপরও ১৫ মার্চ তাকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ পদ পাওয়ার পর ১৭ মার্চ কালিশুরী হাইস্কুল সংলগ্ন নিজ বাড়িতে তিনটি খাশি জবাই করে ভুড়িভোজের আয়োজন করেন এনামুল হাসান। তবে, ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বা কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। এনামুলকে সদস্যপদ দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সুপারিশের ভিত্তিতে তাকে সদস্য করা হয়েছে। তবে তার সম্পর্কে বিস্তারিত আমার জানা ছিল না।###

 

তারিখ-২১/০৩/২৫ইং

মো.আরিফুল ইসলাম

বাউফল প্রতিনিধি 

০১৭২১৩২৯৬০১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট