1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

বাগেরহাটে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন পাষণ্ড স্বামীর 

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 

যৌতুকের টাকা দিতে না পারায় মারপিট ও জখমের শিকার হয়ে বাড়ি ছাড়া হয়েছেন মুক্তা বেগম (২৬) নামে গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। মুক্তা বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর মেয়ে ও বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের আলামিন জমাদ্দার (৩৫) এর স্ত্রী। মুক্তা বেগম জানান, আট বছর পূর্বে গোবরদিয়া গ্রামের নুর ইসলাম জমাদ্দারের ছেলে আলামিন জমাদ্দারের সঙ্গে বিয়ে হয়। বর্তমানে তাসিন জমাদ্দার নামের ছয় বছরের একটি ছেলে সন্তান আছে। ঘর সংসার করাকালে স্বামী আলামিন জোমাদ্দার আমার অসহায় দরিদ্র বাবার কাছে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে।

বাবার সামর্থ্য না থাকায় যৌতুকের টাকা দিতে ব্যর্থ হলে আলামিন আমাকে একাধিকবার মারধর করে গুরুতর জখম করে। তার এলোপাথাড়ি মারধরে আমার বাম চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। এরপরেও আলামিনের নির্যাতন বন্ধ না হওয়ায় এক পর্যায় আমি বাধ্য হয়ে বিষয়টি আমার পরিবারকে জানাই। আমার পিতার পরিবার আলামিন এর সাথে দেখা করে। যৌতুকের টাকা ছাড়া কোন মীমাংসায় রাজি নয় বলে আলামিন নির্যাতন অব্যাহত রাখে ও ভরণপোষণ বন্ধ করে দেয়।

মুক্তা বেগম আরো জানান, গত ২০ মার্চ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আমার পিতা ও বোন বাড়িতে আসে। এ সময় আলামিন জমাদ্দার ও তার বোন আয়েশা আক্তার আদুরী আবারো ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। আমার বাবা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আলামিন অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে আলামিন লোহার রড দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। সে আমার মুখে ঘুসি মারলে আমার দাঁত ভেঙ্গে পড়ে যায়।

এ সময় আল-আমিনের বোন আয়েশা আক্তার আমার বোন মুন্নি বেগমকে মারধর করে পানিতে ফেলে দেয়। পরে আমাদের ডাক-চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রেরণ করে। তিনি এ ঘটনায় জড়িত স্বামী আল আমিন ও তার বোন আয়েশা আক্তার আদুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত অবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট