নিজস্ব প্রতিবেদক, মোঃ দোয়েল আহমেদ
রাজশাহী বাগমারা
রাজশাহী বাগমারা ,ভবানীগঞ্জ বাজারে জাল টাকার ব্যবসায়ী হাতেনাতে ধরা পড়েছে। আনসারের হাতে।
এ সময় তার কাছে ৫০০,১০০০ টাকার জাল টাকা পাওয়া যায়।এই প্রতারকের বাসা হল আদমদিঘী। সে আগেও ব্যবসায়ী কে টাকা দিয়ে প্রতারণা করে আসছে।
সে আজকে অনেক কে ঠকিয়েছে বলে ভুক্তভোগীরা জানাই। আরো জানাই সে জাল টাকার ব্যবসা করে , কিন্তু কোনদিন ধরা পড়ে নাই এবার সে হাতেনাতে তরমুজ ব্যবসায়ের কাছে ধরা পরল