1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালের মেহেন্দিগঞ্জে বিদেশি মুদ্রাসহ একজন দুর্ধর্ষ ডাকাত আটক। হিলিতে মাদকদ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ ২ জন গ্রে,ফতা,র গোপালগঞ্জ শহরে ছোট বাচ্চার মৃ,ত্যু নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভি,যান লাইসেন্সবিহীন ও অনিয়মে জরিমানা তিন ডায়াগনস্টিক সেন্টার গোদাগাড়ীতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে ভ্যানগাড়ি ও মালামাল দিলেন ইউএনও ঝিনাইদহ সীমান্তে ভারতীয় জাল রূপী সহ বাবা-ছেলেকে আটক করে বিজিবি। বদলগাছীতে তরকারিরস্বাদ না হওয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর আ,ত্মহ,ত্যা গোপালগঞ্জ ৩ আসনের  বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত প্রার্থীর গণসংযোগ ! ঝিনাইদহে গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বি,রু,দ্ধে। দুঃখজনক একটি খবর আজ সন্ধ্যায় ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা।

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জামালগঞ্জে বিক্ষোভ

আব্দুস সামাদ আফিন্দী , জামালগঞ্জ প্রতিনিধি::
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ আফিন্দী , জামালগঞ্জ প্রতিনিধি::

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে চলমান আগ্রাসন ও নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জে

বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

শুক্রবার (২১মার্চ) জু্ম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে আলেম-উলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মানুষ খন্ড খন্ড মিছিলসহকারে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেট প্রাঙ্গণে সমবেত হন।

তৌহিদী জনতার পক্ষে মাওলানা আলতাফুর রহমান’র সভাপতিত্বে ও মাওলানা মাছরুফ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা কাউসার আহমদ,মাওলানা আলী আকবর,মাওলানা মফিজুর রহমান আলাল, আব্দুল্লাহ আল মামুন,আলী আক্কাস মুরাদ, , মাওলানা মতিউর রহমান, আতিকুর রহমান,ক্বারী আব্দুল কুদ্দুস,হাফিজ আরিফুল ইসলাম রনি,মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান করতে চাই, আপনারা ফিলিস্তিনের দুর্দিনে এগিয়ে আসুন। নারী-শিশুদের প্রতি যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, অবিলম্বে এই হামলা বন্ধ না হলে পুরো মুসলিম বিশ্ব ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আজ আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে সমবেত হয়েছি। আমরা রোজা শেষে খাবারের বন্দবস্ত করি। কিন্তু, ফিলিস্তিনের জনগণ রাত পর্যন্ত বাঁচবে কী না সেই চিন্তা করে। আমরা জাতিসংঘ এবং ওআইসি-এর প্রতি আহ্বান জানাই, আপনারা ফিলিস্তিন সংকট সমাধানে এগিয়ে আসুন। তা না হলে এমন সংগঠনের কোনো প্রয়োজন নেই। আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সেই পূর্বের মানচিত্রে দেখতে চাই।

আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। আজকের এ বিক্ষোভ মিছিল থেকে আমরা সহানুভূতি জানাচ্ছি। বিশ্বের যেকোন প্রান্তে যদি মুসলিমরা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের দেহও যেন আঘাতপ্রাপ্ত হয়। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তার নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য। বিশ্বের যে কোন প্রান্তে একজন মুসলিম আক্রান্ত হলে আমাদের দেহ’ই আক্রান্ত হয়েছে বলে মনে করি। আজকের বিক্ষোভ থেকে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে ইহুদিবাদী ইসরাইলের যত পণ্য আছে সেগুলো বর্জন করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট