মাহফুজুর রহমান সাইমন
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৮০ পিস ইয়াবা ও ১৫ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে পৃথক অভিযানে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানী ও পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার পানিহাতা চায়না মোড় এলাকার হেকমত আলীর পুত্র। এছাড়াও ভারতীয় মদসহ গ্রেপ্তারকৃতরা হলো- পৌরশহরের ছিটপাড়া নদীরপাড় মহল্লার হাফিজুল ইসলামের পুত্র তানভীর মিয়া তানজিল (২২) ও তারাগঞ্জ দক্ষিণ বাজার মহল্লার নজরুল ইসলামের পুত্র হাসিবুল ইসলাম ইমন (২৪)।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় উপজেলার তারানী এলাকায় জনৈক নুর ইসলামের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ তানজিল ও ইমন নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।