রিপোর্টার:তুষার আহমেদ বিশেষ পতিনিধি'
নিরাপত্তা শঙ্কায়' ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আরেফিন সিদ্দিকের আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থগিত
এই বিষয়ে ক্লাব সভাপতি অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকজন শিক্ষক এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলো। গতকাল রাতে ক্লাব সেক্রেটারি ফোন দিয়ে আমাকে জানায় ওই প্রোগ্রামটি করা যাবে না।
'উনাকে নাকি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় জানিয়েছেন, এই প্রোগ্রাম হলে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এমনকি কোন ছাত্রসংগঠন বা ছাত্ররা এসে উচ্ছৃঙ্খল আচরণ করতে পারে। এটি আমি কলিগদের সাথে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না তাই এটি আমরা স্থগিত করেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, এই প্রোগ্রাম নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা নিরাপত্তা হুমকি পেয়েছি। এটা আমি ক্লাবের সাধারণ সম্পাদককে জানিয়েছি। এরপর শুনি যে, উনারা প্রোগ্রাম স্থগিত করেছেন।
উল্লেখ্য ১৪ মার্চ ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. আরেফ