মাহফুজুর রহমান সাইমন
জামালপুরের ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচিত হলেন বিএনপি নেতা মো. আবুল হোসেন
ইসলামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচিত হলেন বিএনপি নেতা মো. আবুল হোসেন (বিএস. সি)
জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার নির্বাচিত হয়েছেন মো. আবুল হোসেন (বিএসসি)। ১২ মার্চ ২০২৫, মঙ্গলবার, ইসলামপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে আয়োজিত লটারি প্রতিযোগিতায় ১২টি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে চূড়ান্ত বিজয়ী হয়ে তিনি ডিলার পদে নির্বাচিত হন।
বিএনপির সক্রিয় নেতা ও সমাজসেবক
মো. আবুল হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, ইসলামপুর উপজেলা কৃষকদলের সাবেক যুব-বিষয়ক সম্পাদক, ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নেও ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি চিনারচর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
পরিবারের রাজনীতির ঐতিহ্য
রাজনীতির প্রতি আবুল হোসেনের আগ্রহ পারিবারিকভাবেই গড়ে উঠেছে। তার ছোট ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। পরিবারের অন্য সদস্যরাও বিএনপির বিভিন্ন পর্যায়ে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
এলাকাবাসীর ইতিবাচক প্রতিক্রিয়া
চিনারচর বাজার কেন্দ্রে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে আবুল হোসেনের নিয়োগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, তার নেতৃত্বে এলাকার হতদরিদ্র জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে খাদ্য সহায়তা পাবে।
নতুন দায়িত্ব গ্রহণের পর মো. আবুল হোসেন প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারের খাদ্য সহায়তা প্রকল্পের সুবিধা সঠিক নিয়মে এবং স্বচ্ছতার সঙ্গে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।