মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-
আওলাদে রাসুল, আলেমকুল শিরোমণি, গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র নামাযে জানাজার ইমাম, শাহসূফী আল্লামা মুফতী সৈয়দ মছিহ্উল্লাহ মির্জাপুরী প্রকাশ বড় মাওলানা ছাহেব কেবলা (ক.)’র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে রওজা প্রাঙ্গণে ১৮ মার্চ অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল গোসল শরীফ, খতমে কোরআন, মিলাদ শরীফ ও মোনাজাতের পর তবরুক বিতরণ। ওরশ শরীফে উপস্থিত ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন আল্লামা মির্জাপুরী (ক.)-এর পৌত্র শাহসুফী সৈয়দ বদিউল আলম মির্জাপুরী (রহ.)-এর পুত্র আলহাজ্ব শাহজাদা মাওলানা শাহসূফি সৈয়দ মোফাক্কারুল ইসলাম মির্জাপুরী।