*সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি)
রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মহান অলিয়ে কামেল হযরত শাহসূফী কাজী মাওলানা আব্দুল আজিজ আল নক্সবন্দী ( রহ:) এর চন্দ্রবার্ষিক ওরশে পাক এবং কাজী মৌলভী নাদের হোসেন (রহ:) ও কাজী মাওলানা মমতাজুল হক (রহ:) এর ইছালে ছাওয়াব মাহফিল ১৫ রমজান, ১৬ মার্চ রবিবার ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে কর্মসূচি ছিল বাদে আসর মিলাদ
মাহফিল,খতমে গাউছিয়া শরীফ, মোনাজাত,ইফতার মাহফিল ও বাদে মাগরিব তবরুক বিতরণ। হুজুরের আওলাদের পক্ষে ওরশ শরীফের তত্বাবধানে ছিলেন শাহজাদা কাজী গোলাম মুস্তফা সুজা। মাহফিল ও অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে আরো উপস্থিত ছিলেন কাজী নেছার আহমদ রাঙ্গুনিয়া নেচারিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইলিয়াস করিম,মগদাই বায়তুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা জাফর আহমদ,নক্সাবন্দিয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ জাহেদ, অক্সফোর্ড হজ কাফেলার মুয়াল্লিম মাওলানা ইমরান হোসেন মাসুম,কাজী মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জেবর মুল্লুক প্রমুখ।