1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রিশালে তিন দিন ব্যাপী নজরুল জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়। কানাইঘাট সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ ইন করেছে বিএসএফ মুন্সীগঞ্জে দ্বীপ টিভির ৮ তম’ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাউশিয়া উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত করব-মহসিন সিকদার। বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ রৌমারীতে ইয়াবাসহ যুবক আটক ফুলবাড়ী সীমান্তে বিজিপি-বিএসএফের পতাকা বৈঠক হস্তান্তর ২৪ বাংলাদেশী বিষ প্রয়োগ করে খামারি সেকান্দরকে নিঃস্ব করে দিল দুষ্কৃতিকারীরা প্রধান শিক্ষককে অপসারণের দাবি, টানা কর্মসূচিতে শিক্ষার্থীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জকিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ।

নেত্রকোনা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এতে আগামী ২১ মার্চের মধ্যে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এস পিপুল কে সাংগঠনিক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। এই মর্মে আগামী ২১ মার্চের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করা নির্দেশ প্রদান করা হয়।

জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ২০২৪ ২৫ অর্থবছরে টিআর, কাবিখা/কাবিটা প্রকল্পের বরাদ্দ আসে। প্রকল্পসমূহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে বন্টন করা হয়। এসব প্রকল্প নিয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। ছাত্রদলের সভাপতি তিনি পিআইওর কাছে আটটি প্রকল্প চান। পরে প্রকল্প বন্টন হয়ে গেছে জানালে পিপুল ক্ষিপ্ত হয়ে পিআইওকে মারধর করতে উদ্যত হয়।

এ বিষয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, শোকজ এর বিষয়ে আমি এখনো পর্যন্ত জানিনা কি কারণে আমাকে শোকজ করা হয়েছে। পিআইও অফিসে ঝামেলার বিষয়টি এড়িয়ে বলেন, দলীয় কোনদলের কারণে শোকজের নোটিশ হয়েছে।

মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরের নাম্বারে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ১৬ মার্চ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে যান, মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল। তিনি পিআইওর কাছে টিআর কাবিখা প্রকল্পের জন্য আটটির তালিকা দেন। পরে পিআইও প্রকল্প বন্টন হয়ে গেছে জানালে পিপুল ক্ষিপ্ত হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর কে মারধর করার জন্য উদ্যত হন। পরে উপস্থিত অন্যান্য লোকজনের চেষ্টায় পিপুল কে শান্ত করা হয়। এ বিষয়টি পরে উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে জানাজানি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট