মোঃ ওসমান গনি দীঘিনালা প্রতিনিধি
তাং ১৯/৩/২৫
খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ইং বেংগলের সেনাবাহিনীর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে
বুধবার (১৯ মার্চ ) সকালে
সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, বসতঘর নিমার্ণে ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় দীঘিনালা জোন সদরের ৪ই বেংগলের আয়োজনে ৬জন শিক্ষার্থী, ২টি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন হালিমিয়া মাদ্রাসা ও এতিমখানা, দীঘিনালা মাইনী কিন্ডার গার্টেন স্কুল, বসত ঘর নিমার্নের জন্য ১০জনকে ঢেউটিন ও চিকিৎসার জন্য ৮জনকে আর্থিক সহায়তা প্রদান করেন, দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি।এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান পিএসসি, দীঘিনালা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন।
মেরুং ইউনিয়নের দূর্গম বগাপাড়া এলাকার বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী সুমিকা চাকমা বলেন, অর্থের অভাবে বসতঘর তৈরি করতে পারছিলাম না, ভাঙ্গা ঘরে বাস করছি। দীঘিনালা জোনে ঘর মেরামতের জন্য টিনের জন্য আবেদন করি জোনের আর্মিরা আমাকে টিন দিয়েছে। সহায়তা প্রদানকালে দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক বলেন, এলাকায় অসহায় মেধাবী শিক্ষার্থী, অসহায় রোগীর চিকিৎসা ও দু:স্থদের বতসঘর নিমার্নের জন্য জোনে আর্থিক সাহায্য জন্য আবেদন করেছিলেন, আবেদনের প্রেক্ষিতে জোনের পক্ষথেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দীঘিনালা জোনের সেনাবাহিনী পক্ষথেকে এলাকার অসহায়দের মাঝে এধরনে সাহায্য সহযোগীতা অব্যহত থাকবে।