1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

ফটিকছড়িতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান,

মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:

অদ্য ১৭/০৩/২০২৫খ্রিঃ তারিখ সোমবার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর ও পাইন্দং ইউনিয়নের এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মান্যবর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী। উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহের বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর ৫ (১) আইনের কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।

(ক) মেসার্স বাংলা বাজার ব্রিকস ম্যানুঃ (জিগজ্যাগ), সাং- লম্বাবিল, হারুয়ালছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম।দণ্ডঃ ইটভাটাটিকে ২,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।(খ) মেসার্স ন্যশনাল ব্রিকস ম্যানু (জিগজ্যাগ), সাং- লম্বাবিল, হারুয়ালছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম।দণ্ডঃ ইটভাটাটিকে ২,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়,(গ)মেসার্স ফটিকছড়ি ব্রিকস ম্যানুঃ (জিগজ্যাগ), সাং- কাজিরহাট, ভুজপুর ফটিকছড়ি, চট্টগ্রাম।দণ্ডঃ ইটভাটাটিকে ৩,০০,০০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন। এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগীতা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ভূজপুর থানার পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট