1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

টেকনাফের হ্নীলা নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদককারবারি জাহাঙ্গির গ্রেফতার 

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ 
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ 

কক্সবাজারের টেকনাফে অভিযানে মো. জাহাঙ্গির নামের একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে অস্ত্রসহ দা, কিরিচ উদ্ধার করেছে বলে দাবি করেছে নৌবাহিনী ও পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছে নৌবাহিনীর পক্ষ থেকে।

নৌবাহিনীর জানায়, টেকনাফে যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ১৬-০৩-২৫দিবাগত-রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটকের পর তার পুরো বাড়ি তল্লাশি চালিয়ে ০১টি ওয়ান শুটার, তাজা গোলা, দেশীয় ধারালো অস্ত্র ও অবৈধ মোবাইল উদ্ধার করা হয়।

স্থানীয় বরাত দিয়ে সূত্রে আরও জানায় গ্রেফতারকৃত আসামি রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট