মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে জাতীয় ক্যাম্পেইন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গতকাল ১৫ মার্চ শনিবার নগরীর আল ফালাহ গলিস্থ ইডেন গ্রামার স্কুলে সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন টিটু চৌধুরী, ধীমান দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, শিবু ভট্টাচার্য, ঝুমুর সর্দ্দার, সুমি চৌধুরী, মিটু দাশ গুপ্ত, অভিবসু মল্লিক প্রমূখ। রাতকানা রোগী দুরীকরণের লক্ষে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল টেবলেট ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল টেবলেট খাওয়ানো হয়।