1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

তুচ্ছ ঘটনায় কাটাকাটির জেরে ছুরিকাঘাতে অটো চালককে খুন

মোঃ কামরুল হাসান, কক্সবাজার 
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান, কক্সবাজার 

কক্সবাজার শহরের পাহাড়তলীতে তুচ্ছ ঘটনায় কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুজিবুর রহমান (৩৭) এক অটো চালক নিহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা ৭ টার দিকে পাহাড়তলী বাজারে এই ঘটনা ঘটে।

নিহত মুজিবুর স্থানীয় হালিমা পাড়া এলাকা এলাকার মৃত আবদুর জলিলের পুত্র ও দুই সন্তানের জনক এবং অটোরিকশা চালক।

বিষয়টি নিশ্চিত করেন, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান।

নিহতের ভাই তানভীর অভিযোগ করেন, পাহাড়তলীর একটি ইজিবাইক গ্যারেজে ইজিবাইক সংক্রান্ত একটি দ্বন্দ্ব নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার মোঃ হোছনের পুত্র গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর গোলাম মোস্তফা তার দলবল নিয়ে এসে মুজিবুর রহমানকে অতর্কিত হামলা করে এবং ছুরিকাঘাত করে গোলাম মোস্তফা । এতে গুরুতর জখম হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট