1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

আধার মানিক দোলতরুণ সংঘের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব উদযাপিত

মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম:

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরাস্থ আধার মানিক শিবের বাপের বাড়ী গ্রামে শ্রীশ্রী দোল তরুণ সংঘের উদ্যোগে শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উপলক্ষে ১৪, ১৫ ও ১৬ মার্চ এক মহতী অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশ-মাতৃকা, বিশ্বজনীন শান্তি ও মঙ্গল কামনায় আয়োজিত এই উৎসবে নগরকীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সংগীত, মহতী ধর্মসভা ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

১৪ মার্চ শ্রীশ্রী দোল পূজার শুভারম্ভের মাধ্যমে মহোৎসব শুরু হয়। শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীশ্রী জ্বালাকুমারী গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। গীতানুধ্যায়ী রাখাশ সরকার শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন এবং মন্দিরের পৌরহিত্য করেন জয় চক্রবর্তী। সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দোল তরুণ সংঘের শিল্পী ও স্থানীয় শিল্পীবৃন্দ।

গোধূলি লগ্নে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়, পৌরহিত্য করেন শ্রী গুরু ধামের অধ্যক্ষ শ্রীমৎ রন্ট্রি ব্রহ্মচারী। অধিবাস কীর্তন পরিবেশন করেন অংকুশ দে।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীশ্রী দোল তরুণ সংঘের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মণ্ডলী।

সংগঠনের সভাপতি চন্দন দে’র মৃত্যুতে শোক প্রকাশ করে এক স্মৃতিচারণ স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে তাঁর অবদান স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়, এক মিনিট নীরবতা পালন করা হয়, তার করা মন্দিরের বিভিন্ন উন্নায়নমূলক কাজ ও তাহার কর্মময় জীবনে মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি তার সম্প্রীতি, সৃষ্টিশীল অনেক কর্মকাণ্ড কথা আলোচনায় উঠে আসে।তিনি যেন আমাদের মাঝে তার করে যাওয়া বিভিন্ন কর্মকাণ্ড মধ্যে দিয়ে সবার হৃদয়ে বেঁচে থাকেন।

১৫ মার্চ ব্রাহ্মমুহূর্তে শ্রীশ্রী মহানাম যজ্ঞের শুভারম্ভ হয়। মহানাম সংকীর্তন পরিবেশন করেন শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীরাম সংঘ সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (যশোর) এবং শ্রী নিতায় গৌর সম্প্রদায় (চট্টগ্রাম)।

রাত ১২টায় শ্রীরাম সংঘ সম্প্রদায়ের পরিবেশনায় শ্রীকৃষ্ণ ও গৌরলীলা অনুষ্ঠিত হয়।

১৬ মার্চ, রবিবার, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও নগরকীর্তনের মধ্য দিয়ে পূর্ণাহুতির মাধ্যমে মহোৎসবের সমাপ্তি ঘটে।

এ মহোৎসবে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসবে অংশগ্রহণ করেন।

শ্রীশ্রী দোলতরুণ সংঘের মহোৎসব উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক শিক্ষক প্রদূল কান্তি দে,সহ পৃষ্ঠপোষক বিপ্লব দে,রিটন দে।

শ্রীশ্রী দোলতরুণ সংঘের মহোৎসব উদযাপন পরিষদেরসভাপতি ডাঃ তাপস গুপ্ত, সাধারণ সম্পাদক সাজীব দে (সাজু),অর্থ সম্পাদক রানা দে।

সিনিয়র সভাপতি শিমুল গুপ্ত,সহ সভাপতি সুমন দে,যুগ্ম সাধারণ সম্পাদক শিশু গুপ্ত, সহ সাধারণ সম্পাদক চন্দন মহাজন, সহ অর্থ সম্পাদক উত্তম গুপ্ত, সাংগঠনিক সম্পাদক অভি দে,সাংস্কৃতিক সম্পাদক মনোতোষ গুপ্ত, ধর্ম বিষয়ক সম্পাদক টুটুল দে,দপ্তর সম্পাদক রিমন দে,প্রচার সম্পাদক জুয়েল গুপ্ত, সহ প্রচার সম্পাদক সোহেল দে,ভান্ডার রক্ষক আদেশ দে,সহ ভান্ডার রক্ষক রুবেল দে।

মহোৎসব উদযাপন পরিষদের সদস্যবৃন্দ মাইকেল দে, ছোটন গুপ্ত, টিংকু দে, উদয়ন গুপ্ত, সুজন দে, দীপন গুপ্ত, সম্ভু দে, অশোক দে, টিটু দে, উজ্জ্বল দে, মিশু দে, রাজু দে, ডাঃ উজ্জ্বল দে, রকেট দে, লক্ষণ দে, প্রিয়তোষ দে প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট