1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

লাখ ২২ হাজার ৪শ’ ২০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

এম এন আলী শিপলু, খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

এম এন আলী শিপলু, খুলনা

খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার (১৫ মার্চ) সকালে নগরীর ২ নম্বর কাস্টমঘাট আমিরাবানু বেগম নগর মাতৃসদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। অনেক সময় শিশুদের শরীরে ভিটামিন ‘এ’ এর ঘাটতি থাকে, এই ঘাটতি পূরণের জন্য এ ক্যাম্পেইনের আয়োজন। জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে সকলে মিলে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করা আমাদের দায়িত্ব। এ ক্যাম্পেইনে কোন শিশু যাতে বাদ না পড়ে তার জন্য সকলকে দৃষ্টি রাখতে হবে। ক্যাম্পেইন শতভাগ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। কচুশাক-সহ সবুজ শাকসবজির মধ্যেও ভিটামিন ‘এ’ পাওয়া যায়। এ সময় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব দূরীকরণ, ভিটামিন ‘এ’ এর গুরুত্ব এবং সুষম খাবারের বিষয়ে মায়েদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ প্রদান করতে টিকাদানকর্মীদের অনুরোধ জানান প্রধান অতিথি।

কেসিসির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ দোলেনা খাতুন, ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। কেসিসির স্বাস্থ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডাঃ অপর্ণা বিশ্বাস ও কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম বক্তৃতা করেন।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এবারে সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের এক লাখ ২২ হাজার চারশত ২০ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৪ হাজার ছয়শত এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা এক লাখ সাত হাজার আটশত ২০ জন। সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নগরীর ৭১০টি কেন্দ্রে এক হাজার চারশত ২০জন ভলেন্টিয়ার শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর ক্যাম্পেইনে দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট