মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রাম
“সেভ এনআইডি- প্রটেক্ট ভোটার লিস্ট” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘন্টাব্যাপী মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে। ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও কর্মসুচীর আয়োজন করে উপজেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং কর্মচারীরা।
মানববন্ধন, কর্ম বিরতি ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসের অপারেটর মোহাম্মদ শোয়াইব, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ শওকত, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ মুরাদ সহ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন৷
মানববন্ধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বলেন, নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় পরিচয়পত্র নিরাপদ বলে আমরা মনে করছি। তাই আমরা আমাদের কমিশনের অধীনে রাখতেই কেন্দ্রীয় ঘোষিত মানববন্ধন, কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচী পালন করেছি। আমাদের দাবি না মানলে আগামীতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচী পালন করব।