মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-
আগামী ৫চৈত্র ১৪৩১বাংলা,১৯মার্চ ২০২৫ইংরেজী বুধবার হুজুর গাউছুল আজম মাইজভান্ডারী(কঃ)এর অন্যতম খলিফা আওলাদে রাসুল(দঃ) ফানা-ফিল্লাহ,বাকা-বিল্লাহ,ফানাফিশ-শাইখ,হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আমিনুল হক পানি শাহ (কঃ)এর ৬৮তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে গাউছিয়া আমিন মঞ্জিল দরবার এ পাকে অনুষ্ঠিত হবে, উক্ত ওরশ শরীফে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের দাওয়াত রইল,
স্থানঃ গাউছিয়া আমিন মঞ্জিল, ধলই আমিন ভান্ডার দরবার শরীফ, গ্রাম- ধলই(হাধুরখীল),ডাকঘর-
কাঠিরহাট(৪৩৩৩),থানা-হাটহাজারী,জেলা-চট্রগ্রাম,
আরজগুজার:শাহ ছাহেব কোবলার স্নেহধন্য মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার ছোট ভাই হযরত সৈয়দ ফয়জুল হক শাহ্ মাইজভান্ডারী(কঃ)এর প্রথম পুত্র(হযরত শাহসুফি সৈয়দ আমিনুল হক পানি শাহ-মাইজভান্ডারী(কঃ)এর মনোনীত মোন্তাজেম সাজ্জাদানশীন,হযরত মাওলানা শাহসুফি সৈয়দ মুহাম্মদ শাহ আলম শাহ-মাইজভান্ডারী(কঃ)এর একমাত্র পুত্র-সাজ্জাদানশীন রওনকে ধলই আমিন ভান্ডার, শাহসুফি সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ জাবেদ শাহ-মাইজভান্ডারী(রহঃ)এর পুত্রদ্বয় সৈয়দ মুহাম্মদ এমদাদুল হক সিয়াম ও সৈয়দ মুহাম্মদ আজিজুল হক ছোহান।