1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপত্তির মুখে বাস ভাড়া বাড়ল ৫ টাকা । লফস’র মশারি বিতরণ ডেঙ্গু নিয়ন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রভাতের গ্রাম পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পথযাত্রা শুরু করেছেন আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ মা,দ,ক কারবারি আ,ট,ক নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষা অনুষ্ঠিত হয়। চিরিরবন্দর, রানীর বন্দরে ড্রাম ট্রাক মোটরসাইকেলে সড়ক দু,র্ঘট,না, নি,হ,ত ১ ,আ,হ,ত ১। মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী আয়োজনে যিকির ও নাত মাহফিল হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় সাত জন গ্রে,ফ,তার।

বিরামপুর সীমান্তে ১৬ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক করল বিজিবি

মোঃ মাকিদ হায়দার। বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ মাকিদ হায়দার। বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১৬ লাখ টাকার ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ফেন্সিডিলসহ নূর আলম শাহীন (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী চৌঠা গ্রামের একটি লিচু বাগান থেকে মাদকদ্রব্যসহ ঐ মাদকব্যবসায়ীকে আটক করেছে বলে বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত মাদকব্যবসায়ী উপজেলার বিনাইল ইউনিয়নের বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার চৌঠা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে মাদকের একটি বড় চালান পার হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি।পরে, সকাল সাড়ে ৯টার দিকে বিজিবির চৌঠা বিওপি ক্যাম্পের কমান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়।অভিযানে ১০ হাজার ৮৭০ পিস নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ বোতল ফেন্সিডিল এবং এক কেজি জিরা জব্দ করা হয়েছে।সীমান্ত পিলার ২৯৬/২ এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রামের একটি লিচুর বাগানের ভেতর দিয়ে মাথায় করে বস্তাভর্তি মাদকদ্রব্য নিয়ে পালানোর সময় নূর আলম শাহীনকে আটক করে বিজিবি। পরবর্তীতে বস্তা তল্লাশি করে সেখান থেকে ভারতীয় ১০ হাজার ৮৭০ পিস নেশাজাতীয় ইনজেকশন, পাঁচ বোতল ফেন্সিডিল এবং এক কেজি জিরা জব্দ করে বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্য ও জিরার আনুমানিক মূল্য ১৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, শনিবার সকালে চৌঠা সীমান্তে মাদকসহ আটক আসামির বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিকে জব্দকৃত মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট