_রাশেদ হোসাইন_
আসন্ন কুমিল্লা জেলা অধিনস্থ বিভিন্ন উপজেলা ছাত্রদলের কমিটি দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের দায়িত্বশীলেরা।
জানা গেছে, নাংগলকোট উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে ইতিমধ্যে পদ প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছে।
তৃনমুল নেতাকর্মীদের আলোচনায়
মেধাবী, পরিচ্ছন্নতা, ক্লিন ইমেজ, মামলা, কারাবরন, বিগত দিনে রাজপথে আন্দোলন সব দিক থেকে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রনেতা, নাংগলকোটের জাতীয়তাবাদী পরিবারের সকলের প্রিয় মো: সহিদুল ইসলাম সবার পছন্দের ।
জানা গেছে, মো: সহিদুল ইসলাম
বিগত দিনে আওমী ফ্যাসিস্ট করা ৭ টি মামলার আসামী ও কারানির্যাতিত নেতা।
বিগত দিনে প্রতিটি আন্দোলন, সংগ্রামে রাজপথে থেকেই করে আসছিলো ।
নাংগলকোটের তৃণমূলের সকলের দাবী মো: সহিদুল ইসলাম কে নাংগলকোট উপজেলা ছাত্রদলের আহবায়ক হিসেবে দেখতে চায় ।