মনজুর আলম স্টাপ রিপোর্ট
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়া খালী সিকদার পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক চেয়ারম্যান আব্দু রাজ্জাক বাহিনীর হামলায় ভি.সি.আর কালু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে আহত হয়েছেন ২ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আব্দু রাজ্জাক বাহিনীর সদস্যরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়, যার ফলে ভি.সি.আর কালু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং ঈদগাঁও থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ জনগণের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।