1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় পর্যায়ক্রমে গ্রামবাসীকে মারধর: অতঃপর মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর অগ্নিসংযোগ 

আব্দুল্লাহ আল মোমিন 
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় পর্যায়ক্রমে গ্রামের ৮-১০ জন কে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে চিহৃিত মাদক ব্যবসায়ী কুরমান গংদের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ী কুরমানের বাড়ি (মাদকের আস্তানা) অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউনিয়নের অন্তর্গত টাংবাড়ি (মাষ্টিয়া রেল লাইন সংলগ্ন) গ্রামে।

আমিনপুর থানায় বিদ্যমান মাদক মামলা (আমিনপুর থানার এফআইআর নং-০৭ তারিখ -০৫ জুলাই ২০১৮ ও আমিনপুর থানার এফআইআর নম্বর -০৪ তারিখ ৪ঠা নভেম্বর ২০২৪) থেকে নিশ্চিত হওয়া যায় কুরমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়া ঐ এলাকায় চালানো অনুসন্ধানে জানা যায়, টাংবাড়ী গ্রামের সাহেব আলীর ছেলে কুরমান (৩২) দীর্ঘদিন যাবৎ মাদকের (গাঁজা ও ইয়াবা) রমরমা ব্যবসা করে আসছিল।

এলাকাবাসী জানায়,মাদক ব্যবসায়ে বাধা দেওয়ায় কুরমান ও তার পরিবারের সদস্য গণ মাষ্টিয়া গ্রামের মৃত গফুরের ছেলে নুরুল (৪৫) মারধর করে। এরপর চলতি মাসের ৪ তারিখ মাষ্টিয়া গ্রামের মৃত যদুর ছেলে শাহীন (৪৫),০৬ তারিখে একই গ্রামের মৃত আলাউদ্দিন শেখের ছেলে সালাম (৪০), ০৭ তারিখে মৃত আলাউদ্দিন শেখের ছেলে আলীম (৩৫) কে মারধর করে।

এরপর ঘটনার দিন ০৯ মার্চ দিবাগত রাত ১১ টার দিকে বহিরাগত ১০-১৫ সহ এলাকার মধ্যে ঢুকে এলাকাবাসীর উপর আক্রমণ চালায় কুরমান গং। এ ঘটনায় মাষ্টিয়া গ্রামের রহিম ফকিরের ছেলে জিন্দার (৪৫) ও আমজাদ (৩৬) গুরুতর আহত হয়। এছাড়াও মরিচপুরান গ্রামের আজমত শেখের ছেলে সাব্বির (১৮),কবির ফকিরের ছেলে তারেক (২৬) ও লোকমান মোল্লার ছেলে নজরুল (৪৫) আহত হয়। গ্রামের মধ্যে বহিরাগত নিয়ে হামলা চালানোর ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পড়ে। এসময় তারা মাদক ব্যবসায়ী কুরমানের বাড়িতে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। এতে বাড়ির ০৪টি ঘর সম্পূর্ণ রুপে পুড়ে নিঃশেষ হয়ে যায়। এ ঘটনায় আমিনপুর থানায় কুরমানের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে আমিনপুর থানা পুলিশ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর বলেন, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে। তবে বিষয়টা মাদক সংক্রান্ত কিনা তা খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট