কুড়িগ্রাম উলিপুর প্রতিনিধি :নয়ন ফারাজী
আজ বুধবার (১২ /০৩/২৫)ইং,উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি ও কমিটির সম্মানিত সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল,রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয় উলিপুর পৌর ৭নং ওয়ার্ড তেঁতুলতলা বাজারে অনুষ্ঠিত হয় । এতে উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মো: মমিনুল ইসলাম, উলিপুর প্রতিনিধি দৈনিক আমার দেশ।১ নং যুগ্ন আহবায়ক: আবু রায়হান আলী,উলিপুর প্রতিনিধি দৈনিক প্রলয়, ও দৈনিক সংবাদ উন্মোচন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।যুগ্ন আহবায়ক: স্বপন কুমার সাহা, দৈনিক বায়ানোর আলো উলিপুর প্রতিনিধি।সদস্য সচিব : আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার দৈনিক বায়ান্নর আলো। সদস্য আমিনুল ইসলাম বিটু।সদস্য : শ্রী বাদল চন্দ্র রায়।সদস্য: অ্যাডভোকেট মোশাররফ হোসেন। সদস্য: জেয়াদুল হক। সদস্য: শাকিল। সদস্য : লতিফুল নয়ন ফরাজী, দৈনিক প্রভাতী বাংলাদেশ উলিপুর প্রতিনিধি।। সদস্য: আনিসুর রহমান, দৈনিক নব দিগন্ত, উলিপুর প্রতিনিধি। সদস্য: সরফ উদ্দিন,দ্যা ক্যাপিটাল নিউজ উলিপুর প্রতিনিধি। সদস্য: ফজলুল হক, দৈনিক সন্ধ্যা বাণী উলিপুর প্রতিনিধি, সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন, কমিটির সদস্য সচিব দৈনিক বায়ান্নর আলোর স্টাফ রিপোর্টার আব্দুল মান্নান দোয়ায় রিপোর্টার্স ইউনিটির সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।