আব্দুল্লাহ আল মোমিন
প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. শফিউল আজমকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
৯ মার্চ (রোববার) দুপুর সাড়ে ৩টার দিকে ০১৭৫১-৭৬৪৪৫২ নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়। ট্রু-কলারে নম্বরটি "মিজান" নামে শনাক্ত হয়েছে। অভিযোগ রয়েছে, বেড়া সিএন্ডবি কেন্দ্রীক একটি চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
ঘটনার পর শফিউল আজম বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৪৮৮, তারিখ: ১০/০৩/২০২৫) করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বেড়া প্রেসক্লাবের সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।