স্টাফ রিপোর্টোর সৈয়দ শিহাব উদ্দিন মিজান
বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ শাখার উদ্যোগ নিকৃতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ওই কলেজের ছাত্রদল কমিটির শিক্ষার্থীবৃন্দ। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা- নিপীড়ন- ধর্ষণ- অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার দাবিতে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ ও মানববন্ধন -।
তারা একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে- যাতে নারীরা যেনো কোনও ধরনের বৈষম্য বা নির্যাতনের শিকার না হয়-। নারীদের বিরুদ্ধে সহিংসতা রোধে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সব সময় প্রস্তুত এবং সমাজের সবাইকে এক হয়ে কাজ করতে হবে-।
নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের দাবি –
▪️নারী নির্যাতন ও সহিংসতার দ্রুত বিচার-।
▪️নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ-।
▪️অনলাইনে হেনস্তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ-।