1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে শিক্ষার্থীদের লাল কার্ড

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা এবং নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী ফজলে রাব্বী, জাহানে মোতায়েন যুক্ত, সাদমান সাকিব, রিদিতা আহমেদ রোজা, নাবিলা তাবাসসুম বর্ষাসহ অন্যান্যরা।

বিক্ষোভ সমাবেশে রিদিতা আহমেদ রোজা নামে এক শিক্ষার্থী বলেন, দেশে যেভাবে নারী নিপীড়ন, ধর্ষণ বেড়েছে তাতে শিশু থেকে বয়স্ক কেউ বাদ যাচ্ছে না। আমরা এখন রাস্তায় বের হতে ভয় পাই। সব সময় নিজেকে অনিরাপদ মনে হচ্ছে। আজকেও যখন বাসা থেকে বের হচ্ছিলাম চিন্তা হচ্ছিল বাসায় ভালোভাবে ফিরতে পারবো কিনা। অথচ যারা এসবের সাথে জড়িত তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। প্রশাসন নিষ্ক্রিয় ভৃমিকা পালন করছে। অপরাধীদেরকে শাস্তি দেয়া না গেলে আগামীতে মেয়েরা ঘরের বাইরে বের হতে ভয় পাবে। আর মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার যোগ্যতা নেই সেই চেয়ারে বসে থাকার।

ফজলে রাব্বী বলেন, ছাত্ররা জুলাই আন্দোলন শুধু স্বৈরাচার সরকার পরিবর্তনের জন্য করেননি। বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান হয়েছিল। কিন্তু গণঅভ্যুত্থানের পরে সে সুফল গুলো আমরা সাধারণ মানুষ পাচ্ছি না। দেশে ধর্ষণ, হত্যা, ডাকাতি, চাঁদাবাজির ঘটনা  বেড়ে চলছে। বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কোন ভূমিকা দেখা যাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষণ প্রতিরোধে ব্যর্থতার যে বহি:প্রকাশ দেখাচ্ছে এজন্যই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করে এই ব্যবস্থার পরিবর্তন করতে না পারে আন্দোলন আরও জোরদার করা হবে।

 

প্রতিবাদী শিক্ষার্থীরা তাদের দাবিগুলি তুলে ধরে প্রশাসন ও সরকারের কাছে সুষ্ঠু বিচার এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, দেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে জাতি ও সমাজে প্রগতির চিত্র আশা করা যায় না।

 

মাহাবুব হাসান মারুফ 

নওগাঁ

১০.০৩.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট