নয়ন ফারাজী,উলিপুর উপজেলা :
দূর্যোগের পূর্বাভাস "প্রস্ততি বাচায় ক্ষয়ক্ষতি "" স্লোগানকে সামনে রেখে আজ সোমবার উলিপুর উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) উদ্বেগে পালিত হলো ২০২৫ সালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। সকাল ১০.৩০ মিনিটে রেলি মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তার উপস্থিতিতে একটি বিশাল রেলি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। রেলি শেষে ফায়ার সার্ভিস বাহিনী সদস্যরা দুর্যোগের করনীয় শীষক গ্যাসের চুলায় কর্তৃক আগুন লাগলে কিভাবে নিভাতে হয় তা রোল পেলের মাধ্যমে প্রদর্শন করে দেখান পাশাপাশি রেলিতে অংশগ্রহণকারী স্কুল-কলেজের ছাত্র ছাত্রী ও বিভিন্ন সংগঠনের ভলেন্টিয়ার তাৎক্ষণিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সভাপতিত্বেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খনৃদকার মো: ফিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন
প্রাণিসম্পদ কর্মকর্তা রেখা বেগম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ নার্গিস ফাতেমা তোকদার ও সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন বন্যা খড়া, আগুন বিভিন্ন দুর্যোগ থেকে আমরা যদি পূর্বে থেকে সকলে মিলে দুর্যোগ প্রতিরোধ প্রস্তুতি গ্রহণ করতে পারি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমে আসবে।সেজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নয়ন কুমার সাহা বলেন প্রথম আলো এক রিপোর্টে দেখা যায় প্রতিবছর বাংলাদেশে বিভিন্ন দুর্যোগে 180 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেকারনে দুর্যোগ প্রবনএলাকাগুলোকে চিহ্নিত করে সেই এলাকাগুলোকে বিভিন্নভাবে ভাগ করে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করে তুললে ক্ষতি অনেকাংশে কমে আসবে জীবনহানি কৃষি আবাদি জমি বাড়িঘরে আগুন ক্ষতির পরিমাণ হ্রা স পাবে। অনুষ্ঠানে ছাত্র-/ছাত্রী, শিক্ষক এনজিও কর্মী, স্বেচ্ছাসেবক, সাংবাদিক সহ সাধারণ জনগণ অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো: ফিজানুর রহমান অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ###